প্রেস বিজ্ঞপ্তি

সম্প্রতি গর্জনিয়া ইউনিয়ন থেকে অস্ত্রসহ গ্রেফতার হওয়া মুবিনুল হক রুবেলকে কেন্দ্র করে একটি বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, যেখানে তাকে যুবদলের নেতা হিসেবে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

আমরা স্পষ্টভাবে জানাচ্ছি—মুবিনুল হক রুবেল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কোনো পর্যায়ের দায়িত্বশীল পদে নেই এবং বর্তমানে যুবদলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততাও নেই।

উল্লেখ্য, গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সর্বশেষ কমিটি ঘোষণার সময় প্রত্যাশিত পদ না পাওয়ায় তিনি নিজ ইচ্ছায় পদত্যাগ করেন। সেই সময় থেকেই তিনি সংগঠনের কার্যক্রম থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন রয়েছেন।

অতএব, তাকে যুবদলের নেতা হিসেবে প্রচার করা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিকভাবে প্ররোচিত অপপ্রচার।

আমরা এই অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে সবাইকে অনুরোধ করছি—যুবদলের নাম ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার জন্য।

জহির আলম
আহ্বায়ক
তৌহিদুল ইসলাম
সদস্য সচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল
রামু উপজেলা শাখা