ঈমান-আক্বিদা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা পালনের আহবান
প্রেস বিজ্ঞপ্তি
হেফাজতে ইসলাম বাংলাদেশ মহেশখালী উপজেলার কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। বুধবার (১৮ জুন), দুপুরে মারকাজুল উলুম মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, সংগঠনের জেলা সদস্য সচিব মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব। তিনি বলেন, মুসলমানদের ঈমান-আক্বিদা ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসেবে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঐতিহাসিক ভূমিকা পালন করছে। সব এলাকায় এ সংগঠনের কর্মতৎপরতা বেগবান করার মাধ্যমে সে ভূমিকাকে আরও জোরালো করতে হবে।
এ অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন, জেলা সদস্য মাওলানা মুফতি এমদাদুল্লাহ হাসান, মাওলানা আব্দুর রহমান জিহাদি, মাওলানা শামসুল হক, মাওলানা আহসান উল্লাহ, মাওলানা জেএইচএম ইউনুস।
ওলামায়েকেরাম ও দ্বীন অনুরাগী প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এ কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে প্রবীণ আলেমেদ্বীন মাওলানা মোস্তাক আহমদকে প্রধান উপদেষ্টা, মাওলানা জামালুল আনোয়ারকে সভাপতি, মাওলানা সোলাইমানকে সাধারণ সম্পাদক, মাওলানা আবুল খাইরকে সাংগঠনিক সম্পাদক ও মাওলানা মুকাররমকে অর্থ সম্পাদক করে ১০১ জন বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।