এইচএসসি পরীক্ষা অন্তত দুই মাস পেছানোর দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে রাজশাহী শিক্ষাবোর্ডের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

পরে তারা শিক্ষাবোর্ডের মূল ফটক অতিক্রম করে ভেতরে ঢুকে ফটকে তালা লাগিয়ে দেয়। নামাজের সময় মুসল্লি ও পুলিশের হস্তক্ষেপে শিক্ষার্থীদের সাময়িকভাবে বাইরে বের করে দেওয়া হলেও কিছুক্ষণ পর তারা আবারো ভেতরে প্রবেশ করে আন্দোলন চালিয়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে প্রায় ৪০ মিনিট আলোচনা করে। শিক্ষার্থীরা জানান, তাদের দাবি মন্ত্রণালয়ে জানানো হবে বলে চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা বলেন, দেশে করোনা সংক্রমণ বাড়ছে, এর মধ্যে পরীক্ষা নিলে বিপদ হতে পারে। তাই তারা অন্তত দুই মাস সময় চায়। তারা আরও জানান, সারাদেশে আন্দোলন চলছে এবং বোর্ডগুলো পক্ষে কথা বললে মন্ত্রণালয় ও শিক্ষাবিষয়ক উপদেষ্টার কাছেও দাবিগুলো তুলে ধরা হবে।

চেয়ারম্যান জানান, পরীক্ষা ১ এপ্রিল থেকে হওয়ার কথা থাকলেও নানা কারণে তা পেছিয়ে ২৬ জুন নির্ধারিত হয়েছে। ফলে পরীক্ষার্থীরা ইতোমধ্যে অতিরিক্ত সময় পেয়েছে। চলতি বছর রাজশাহী বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ২৫২ জন। বোর্ড সব প্রস্তুতি সম্পন্ন করেছে।