টেকনাফ সংবাদদাতা ;

কক্সবাজারের টেকনাফে চলন্ত বাস থামিয়ে পরিবহণের এক কর্মীকে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। সোমবার (১৬ জুন) সন্ধ্যায় হ্নীলা ইউনিয়নের আলিখালী এলাকায় এ ঘটনা ঘটে। অপহরণের পর মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করা হয়েছে।

অপহৃত সালমান খান (২৭) টেকনাফের দমদমিয়া এলাকার বাসিন্দা এবং সেন্টমার্টিন পরিবহনের টিকিট কাউন্টারে দায়িত্ব পালন করতেন।

হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাসে করে সালমান হ্নীলায় আসছিলেন। আলীখালী এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা বাস থামিয়ে তাকে তুলে নিয়ে যায় এবং পাহাড়ে নিয়ে গিয়ে পরিবারের সদস্যদের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী। তবে অভিযোগ পেলে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

র‍্যাব-১৫-এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান জানান, বিষয়টি এখনো তাদের জানা নেই। তবে এমন ঘটনা ঘটলে অভিযান চালানো হবে এবং অপহরণকারীদের আইনের আওতায় আনা হবে।

পুলিশ ও ভুক্তভোগীদের তথ্য মতে, গত সাড়ে ১৭ মাসে টেকনাফে ২৫৩ জন অপহরণের শিকার হয়েছেন।