এম. মনছুর আলম, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় জুলকার নয়ন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের গেইটের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুলকার নয়ন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখিল এলাকার বাসিন্দা এবং জাহাঙ্গীর আলমের ছেলে বলে নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুলকার নয়ন মোটরসাইকেলে করে কক্সবাজার যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির অজ্ঞাত গাড়ি তার মোটরসাইকেলকে মুখোমুখি ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে যান এবং গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় মালুমঘাট হাইওয়ে পুলিশের একটি দল তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মেহেদী হাসান আরও জানান, নিহতের মরদেহ চকরিয়া উপজেলা সরকারি হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা এলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।