আব্দুস সালাম, টেকনাফ:

টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে আলমগীর (২৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ জুন) দুপুরে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ক্যাম্পের ডি-ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর ওই ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা মৃত মোহাম্মদ হারেছের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক নূরে আযম।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলমগীরের সঙ্গে সি-ব্লকের রোহিঙ্গা সন্ত্রাসী নুরুল আলমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নুরুল আলম তার হাতে থাকা ওয়ান শুটার গান দিয়ে আলমগীরের বুকে গুলি করে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত আলমগীরকে ক্যাম্পসংলগ্ন জিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) হিমেল রায় জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।