সিবিএন ডেস্ক
দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির কোনো আলোচনা করতে রাজি নয় ইরান। দেশটি স্পষ্ট জানিয়েছে, ইসরায়েল প্রথমে যেভাবে হামলা চালিয়েছে, তার পূর্ণ প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তারা আলোচনায় বসবে না।
রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে রয়টার্স জানায়, ইরান কাতার ও ওমানকে জানিয়েছে—ইসরায়েলি হামলা চলাকালীন তারা কোনো যুদ্ধবিরতির আলোচনায় আগ্রহী নয়।
রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “ইরান কাতার ও ওমানকে জানিয়েছে, তারা তখনই সত্যিকারের যুদ্ধবিরতির বিষয়ে ভাববে, যখন ইসরায়েলের প্রথম হামলার প্রতিশোধ সম্পূর্ণ হবে।”
এর আগে ইসরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ইরান যুদ্ধবিরতির ব্যাপারে ওমান ও কাতারের সঙ্গে যোগাযোগ করেছে। তবে ওই কর্মকর্তা তা মিথ্যা বলে উড়িয়ে দেন।