সিবিএন ডেস্ক:
কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে ইসলামাবাদ স্টেশনে দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টার বেশি সময় আটকে ছিল। রোববার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ স্টেশনে এ ঘটনা ঘটে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ট্রেনটিতে ২৩টি বগি ও ৮ শতাধিক যাত্রী ছিল। পরে বিকল ইঞ্জিন সরিয়ে নতুন ইঞ্জিন সংযোগ দেওয়া হলে ট্রেনটি ঢাকার উদ্দেশে পুনরায় যাত্রা শুরু করে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রাব্বানী।