সিবিএন ডেস্ক :

কক্সবাজার সমুদ্রসৈকতের প্রধান প্রবেশদ্বার লাবণী পয়েন্টে ঝুঁকিপূর্ণভাবে ঝুলে আছে একটি অর্ধভাঙা বিলবোর্ড। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ ও ঝড়ো বাতাসে চলতি মাসের শুরুতে সেটি আংশিকভাবে ভেঙে পড়ে। এখন যেকোনো মুহূর্তে সম্পূর্ণভাবে ধসে পড়তে পারে-এমন শঙ্কায় রয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে স্থাপন করা হয়েছিল ব্যতিক্রমধর্মী এই বিলবোর্ডটি। তাতে লেখা ছিল: “সমুদ্রে প্লাস্টিক দূষণ: আপনি-আমি দায়ী নই তো?”। বিলবোর্ডটি বাঁশ ও প্লাস্টিক দিয়ে নির্মিত, যেখানে সামুদ্রিক প্রাণী যেমন মাছ ও অক্টোপাসের মাধ্যমে দেখানো হয় প্লাস্টিক দূষণের প্রভাব।

স্থানীয় ফটোগ্রাফার মোহাম্মদ হোসেন জানান, ‘গত ৫ জুন থেকে এটি অর্ধভাঙা অবস্থায় রয়েছে। প্রতিদিন শত শত পর্যটক এর নিচ দিয়ে যাতায়াত করছেন। বড় দুর্ঘটনা ঘটার আগে ব্যবস্থা নেওয়া উচিত।’

স্থানীয় ব্যবসায়ী শাওন বলেন, ‘ঈদের ছুটিতে পর্যটকের চাপ বেড়েছে। হাজার হাজার মানুষ ঝুঁকির মধ্যে চলাচল করছেন। অথচ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, যেন দেখেও না দেখার ভান করছে।’

এদিকে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো উদ্যোগ না নেওয়ায় প্রশ্ন উঠেছে প্রশাসনের দায়িত্ববোধ নিয়ে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছেন সচেতন মহল।