৩৫ শিক্ষার্থী পেলেন বৃত্তি ও সম্মাননা, পরীক্ষায় অংশ নেন তিন শতাধিক শিক্ষার্থী

মেধা বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ ‘সৃজন স্কলারশিপ’, গড়ছে আলোকিত ভবিষ্যৎ

প্রকাশ: ১৩ জুন, ২০২৫ ১২:২৪ , আপডেট: ১৩ জুন, ২০২৫ ১২:২৮

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


আজিজুর রহমান রাজু, ঈদগড় (রামু):

“মেধার বিকাশ ও ভবিষ্যতের নির্মাণ” এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘সৃজন স্কলারশিপ–২০২৫’-এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সৃজন-এর আয়োজনে গত ১২ জুন ঈদগড় আমির মুহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক প্রাণবন্ত পরিবেশে এই আয়োজন হয়। বাছাইকৃত ৩৫ জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুল, বিশেষ ও সাধারণ বৃত্তির আওতায় ক্রেস্ট, সনদ, মেডেল, ফুল এবং আর্থিক সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন শতাধিক অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থী, যার ফলে অনুষ্ঠানটি উৎসবমুখর রূপ নেয়।

এর আগে গত ১৯ এপ্রিল ঈদগড়ের চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয়ের সাতটি কক্ষে এই লিখিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩২৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন, রেজিস্ট্রেশন করেছিলেন ৬২৪ জন শিক্ষার্থী। শিক্ষার্থীদের দুইটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়: ৯ম-১০ম শ্রেণির জন্য ‘এ’ ক্যাটাগরি এবং ৭ম-৮ম শ্রেণির জন্য ‘বি’ ক্যাটাগরি।

‘এ’ ক্যাটাগরিতে সর্বোচ্চ নম্বর পেয়ে ট্যালেন্টপুলে স্থান করে নেয় ১০ম শ্রেণির ছাত্রী সাজেদা আক্তার, আর ‘বি’ ক্যাটাগরিতে সেরা হয় ৮ম শ্রেণির ছাত্র সাইদুল আবরার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৃজনের সিনিয়র উপদেষ্টা ও বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য মোহাম্মদ শাহজাহান। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন সৃজনের উপদেষ্টা আমজাদ হোসেন (প্রধান শিক্ষক, মেরংলোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়), সাইফ উল্লাহ সাইফ (সহকারী শিক্ষক, রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল), দিদারুল ইসলাম দিদার (সিনিয়র পরিচালক, ঈদগড় মেডিকেল সেন্টার), সাংবাদিক আজিজুর রহমান রাজু, স্কলারশিপ কমিটির সচিব জাহেদুল ইসলাম, নিরীক্ষক মিজানুর রহমান, সদস্য নুরুল আবছার, কায়ছার আলম তুহিন প্রমুখ।

সভাপতিত্ব করেন: সৃজন অ্যাডমিন ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. হামিদুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন: সৃজন পরিচালনা পর্ষদের সদস্য উসমান গণি তাফহিম, সূচনা করেন: সহ-অ্যাডমিন হাফেজ উল্লাহ, পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে।

অনুষ্ঠানে কবি শাহজাহান তাঁর স্বরচিত কবিতা পাঠ করেন এবং পরীক্ষার্থীদের মাঝে শান্তনা পুরস্কার হিসেবে কলম বিতরণ করেন ঈদগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার এম. বেলাল উদ্দিন।

লিখিত পরীক্ষার পরিচালনায় ছিলেন: ইশরাত জাহান শাপলা, আফরিন, উম্মে সালমা রিফা ও মোস্তাকিমা।

অভিভাবকরা জানান, এমন একটি মানসম্পন্ন আয়োজন তাঁদের সন্তানদের নতুন করে স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছে।

সৃজনের পক্ষ থেকে জানানো হয়, “আমরা প্রতিশ্রুতিবদ্ধ মেধার সঠিক বিকাশে ভূমিকা রাখতে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে এবং ‘সৃজন’ শিক্ষার আলো ছড়িয়ে দিতে সদা প্রস্তুত থাকবে।”

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ, প্রাক্তন ছাত্রনেতা, পেশাজীবী, শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ সৃজন উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রবাসী পৃষ্ঠপোষকদের আর্থিক ও পরামর্শমূলক অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।