উখিয়া সংবাদদাতা ;
কক্সবাজারের উখিয়ার ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী আয়েশা খাতুনকে (২৫) গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে রোহিঙ্গা এনজিও কর্মী ছৈয়দ আলম (২৭)-এর বিরুদ্ধে। ঘটনার পর এপিবিএন পুলিশ অভিযুক্তকে আটক করেছে।
বুধবার (১১ জুন) রাতে উখিয়ার ক্যাম্প-২ ওয়েস্ট ডি-১২ ব্লকে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ক্যাম্পের কমিউনিটি লিডার ইদ্রিস মিয়া।
প্রাথমিক তথ্য অনুযায়ী, এনজিও সংস্থা ‘এক্টে’তে কর্মরত ছৈয়দ আলমের সঙ্গে স্ত্রীর পারিবারিক কলহ চলছিল। কথা কাটাকাটির একপর্যায়ে ছৈয়দ আলম ছুরি দিয়ে গলাকেটে স্ত্রীকে হত্যা করে। খবর পেয়ে এপিবিএন পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছৈয়দ আলমকে আটক করে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।