সিবিএন ডেস্ক

ভারতের আহমেদাবাদে ভয়াবহ এক বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান। বিমানটিতে ২৫০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে বিমানবন্দর সূত্রে জানিয়েছে। খবর এনডিটিভির।

দিল্লির সময় অনুযায়ী দুপুর ১টা থেকে ২টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে। বিমানটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করছিল।

স্থানীয়দের বরাতে জানা গেছে, বিমানটি ভেঙে পড়ার পর ঘটনাস্থল থেকে ঘন ধূসর ধোঁয়ার মেঘ আকাশে ছড়িয়ে পড়ে। দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়েছে। অন্তত দুই ডজন অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।

এখনো পর্যন্ত ঠিক কতজন নিহত বা গুরুতর আহত হয়েছেন সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে দুর্ঘটনার ভয়াবহতা এবং যাত্রীসংখ্যা বিবেচনায় গুরুতর হতাহতের আশঙ্কা করছে প্রশাসন।

পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল ঘিরে রেখেছে। নিরাপত্তার কারণে আশপাশের সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং যান চলাচল ঘুরিয়ে দেওয়া হয়েছে।

এয়ার ইন্ডিয়া কিংবা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।