সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম (বান্দরবান):

বান্দরবানের আলীকদমে উপজেলা বিএনপির উদ্যোগে ঈদ-উল-আযহা উপলক্ষে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পানবাজার টাউন হলরুমে ঈদ-উল-আযহা উপলক্ষে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনছার আহমদ এর সভাপত্বিতে ও শেখ সরোয়ার জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মিঠুন,বান্দরবান জেলা কৃষক দলের আহ্বায়ক ইয়াসিনুল হক রিপন, বান্দরবান জেলা সেচ্চাসেবক দলের আহ্বায়ক আলী হায়দার বাবলু, বান্দরবান জেলা বিএনপির সদস্য মংক্যানু মার্মা,বান্দরবান জেলা যুবদলের ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক মোস্তাফা কামাল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সাহাব উদ্দীন,উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব নরুল আবছার ছোটন,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম মনু,উপজেলা সেচ্চাসেবক দলের আহ্বায়ক আবুল বশার, উপজেলা সেচ্চাসেবক দলের সদস্য সচিব সন্তোষ কান্তি দাশসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা বান্দরবানের প্রতিটি উপজেলা,পৌরসভা, ইউনিয়ন ও গ্রামে বিএনপিকে সুসংগঠিত করছি। এরই ফল হিসেবে আজ গ্রামেগঞ্জে বিএনপির শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, “সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।”

এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও ঈদের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়ে অংশ নেন।