আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি ও জামায়াতের নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক সভাপতি রফিক আহমদ।

বুধবার (১১ জুন) সকালে ফজরের নামাজ শেষে ঈদগাহমুখী পথে নিজ বাসা থেকে বেরিয়ে ঈদগাহের কাছাকাছি পৌঁছালে দুর্ঘটনার শিকার হন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, রফিক আহমদ একটি যাত্রীবাহী সী-লাইন গাড়িতে ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির পিকআপ ভ্যান গাড়িটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

দুর্ঘটনায় রফিক আহমদসহ গাড়িতে থাকা আরও ২০-২৫ জন যাত্রী আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। গুরুতর অবস্থায় রফিক আহমদকে ভর্তি করা হয়েছে কক্সবাজারের আল ফুয়াদ হাসপাতালে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মো. রফিক বসরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রফিক আহমদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতার জন্য তিনি সকলের দোয়া কামনা করেন।