টেকনাফ সংবাদদাতা ;
টেকনাফের হ্নীলা মৌলভীবাজারে বিজিবির গুলিতে আহতদের দেখতে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বুধবার (১১ জুন) দুপুরে কক্সবাজার সদর হাসপাতালে যান।
তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন ও টেকনাফের ইউএনওসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান ছিদ্দিকী, সিনিয়র আইনজীবী আবদুল মন্নান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সেলিমুল মোস্তফা, অর্থ সম্পাদক এফ.এ. সোহেল চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হারুনুর রশীদ এবং ব্যবসায়ী জিয়া উদ্দিন হায়দার।
জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, “সীমান্তে জেলেদের সঙ্গে বিজিবির সংঘর্ষের ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরপেক্ষভাবে সমাধান করতে হবে। এ ঘটনায় বিজিবির দায়ের করা মামলায় অনেক নিরীহ মানুষ আসামি হয়েছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”