সংবাদ বিজ্ঞপ্তি:
উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার, ১০ জুন, হোয়ানক রশিদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫ অত্যন্ত সফল ও বর্ণাঢ্যভাবে সম্পন্ন হয়। সকাল সাড়ে ১১টায় মাদ্রাসার অডিটরিয়ামে শুরু হওয়া এই অনুষ্ঠান সভাপতিত্ব করেন মাওলানা আবু বকর শিবলী, সুপার, হোয়ানক পানিরছড়া দাখিল মাদ্রাসা।
অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে, যা অনুষ্ঠানের মর্যাদা ও ভাবগম্ভীরতা বৃদ্ধি করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোয়ানকের কৃতি সন্তান ও সফল চেয়ারম্যান জনাব এনামুল করিম চৌধুরী বিএ। বিশেষ অতিথির মধ্যেও ছিলেন মাওলানা আবু বকর শিবলী সহ মাদ্রাসার বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবীরা।
অনুষ্ঠানে সম্মানিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ মাস্টার আজিজুল হক ও মাস্টার জহির রায়হানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান শিক্ষক মাওলানা আব্দুর রহমান ও মাস্টার জসিম উদ্দিন-সহ আরও অনেকে।
অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র পরিষদের উপদেষ্টা মাওলানা আবু তাহের‚ (উপাধক্ষ্য রব্বানি মহিলা ফাজিল মাদ্রাসা) উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী ও বর্তমান প্রাক্তন ছাত্র পরিষদের সদস্যরা শিক্ষার্থীদের জীবন গঠনে কল্যাণময় পরামর্শ ও উচ্চশিক্ষার গুরুত্ব নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন। প্রধান অতিথি জনাব এনামুল করিম শিক্ষামূলক ও মানবজীবনের মূলপাঠ তুলে ধরে সকলকে উচ্চশিক্ষার মাধ্যমে মানবসেবায় নিজেকে উৎসর্গ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিজানুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রাক্তন ছাত্র ও সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়ত উল্লাহ।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, আল-ইকরা বৃত্তি পরীক্ষা ২০২৪-এ সফল ২৮ জন শিক্ষার্থীকে সনদ, ক্রেস্ট ও বিভিন্ন পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। এই পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রাক্তন ও বর্তমান ছাত্রদের মধ্যে ঐক্যবদ্ধতা জোরদার করেছে এবং শিক্ষার উন্নয়নে নতুন উদ্দীপনা সৃষ্টির মধ্য দিয়ে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে স্থান পেয়েছে।
পরিশেষে, প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি হাফেজ মাহমুদ কামাল সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করেন।