আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ২০২৫ সালের ঈদ-উল-আযহা উপলক্ষে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জুন) দুপুর ২টায় কক্সবাজারের অভিজাত ইউনি রিসোর্টের হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আলম কোম্পানি। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল কাসেম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাবু সাচিং প্রু জেরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা বান্দরবানের প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও গ্রামে বিএনপিকে সুসংগঠিত করছি। এরই ফল হিসেবে আজ গ্রামেগঞ্জে বিএনপির শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে।”
তিনি আরও বলেন, “সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি বাবু উফাচা মার্মা।
এছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও ঈদের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়ে অংশ নেন।