সিবিএন ডেস্ক ;

সংসারটা যেন এক গাড়ি, চলে দুই চাকা বেয়ে,
এক চাকা হলে দুর্বল, হোঁচট খায় পথ পেয়ে।
পুরুষ দেয় রুটি-রোজগার, নারী দেয় স্বপ্নের আলো,
দুইয়ে মিলে গড়ে জীবন, ভালোবাসা রাখে চালো।

একজন টানে বাইরের বোঝা, অন্যজন গাঁথে ঘর,
একজন যদি হেরে যায়, কাঁদে দুজন একই স্বর।
একটু সহানুভূতি, একটু সময়, শ্রদ্ধা কিছু সামান্য—
তাতেই মধুর হয় যাপন, ভাঙে না অভিমান জানালা।

নারী কেবল রান্না নয়, পুরুষও শুধু উপার্জন না,
দুজন মিলে গড়ে তোলে জীবনের মূল ছন্দটা।
কখনো ঝড়, কখনো রোদ, কখনো নামে অন্ধকার,
তবু দুই চাকা একসাথে থাকলে পাড়ি দেয় সংসার।

না আছে ব্রেক, না আছে ক্লাচ— সমঝোতার হুইল হাতে,
চলে সংসারের গাড়ি ভালোবাসার গতিপথে।
গন্তব্যটা হয় দুর্দান্ত, যদি পথচলা হয় মিলে,
না হলে এই দুই চাকা ছিন্ন হয় হঠাৎ কালে।