পেকুয়া সংবাদদাতা ;

“যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশে গণতন্ত্রের ইতিহাস থাকবে, ততদিন শহীদ ওয়াসিমের নাম অমর ও স্মরণীয় হয়ে থাকবে”—এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৯ জুন) বিকেলে পেকুয়া উপজেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন ও শহীদ ওয়াসিমের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “শহীদ ওয়াসিম ছিলেন ছাত্রদলের একজন সক্রিয় নেতা। ওয়াসিমের মতো নেতারা ছাত্রদলে থাকার কারণ হলো—বাংলাদেশ জাতীয়তাবাদী দলই গণতন্ত্রের ঠিকানা।”

পরে তিনি আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে পেকুয়া উপজেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেন। উদ্বোধন শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন বলেন, “আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে হত্যা করেছে এবং দেশে একনায়কতন্ত্র কায়েম করেছে। অন্যদিকে, বিএনপি গণতন্ত্র রক্ষার জন্য বারবার সংগ্রাম করেছে ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে।”

পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুসলেম উদ্দিন, ডা. বেলাল হায়দার, উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদীদ মুকুট এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহছান উল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।