সিবিএন ডেস্ক ;

কক্সবাজার সমুদ্র সৈকতের সায়মন বীচ পয়েন্টে গোসলে নেমে একসাথে প্রাণ হারিয়েছেন বাবা ও ছেলে।

সোমবার (৯ জুন) দুপুর ২টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।

নিহতরা হলেন রাজশাহীর বাসিন্দা শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে সিফাত (২০)।

সিসিএফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত জানান, তারা দুজন একসাথে গোসলে নামেন এবং স্রোতের টানে ভেসে যাচ্ছিলেন। লাইফগার্ড কর্মীরা টের পেয়ে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

তবে হাসপাতালে নেওয়ার পর বাবা-ছেলে দুজনই অতিরিক্ত রক্ত বমি করেন এবং শেষ পর্যন্ত মৃত্যু বরণ করেন।

ওসি ইলিয়াস খান জানান, নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।