সিবিএন ডেস্ক ;
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া এক পর্যটকের মরদেহ আট ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ জুন) মধ্যরাত সোয়া ১২টার দিকে সৈকতের ডায়াবেটিক পয়েন্টের উত্তর পাশ থেকে মরদেহটি ভেসে আসে।
নিহত রাজীব আহম্মদ (৩৫) চট্টগ্রাম শহরের ডিসি রোড এলাকার বাসিন্দা নজির আহম্মদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিত্যানন্দ দাস।
তিনি জানান, রোববার সকালে ঈদ উপলক্ষে রাজীব আহম্মদ পাঁচ বন্ধু মিলে কক্সবাজার ভ্রমণে আসেন। বিকেল ৫টার দিকে তারা লাবণী পয়েন্টের দক্ষিণ পাশে গোসলে নামেন। এ সময় স্রোতের টানে রাজীবসহ দুজন সাগরে ভেসে যেতে থাকেন।
বন্ধুদের চিৎকারে লাইফ গার্ড কর্মীরা এগিয়ে গিয়ে একজনকে জীবিত উদ্ধার করতে পারলেও রাজীব নিখোঁজ ছিলেন।
পরে রাত সোয়া ১২টার দিকে ডায়াবেটিক পয়েন্টের উত্তরে তার মরদেহ জোয়ারের পানিতে ভেসে আসে। খবর পেয়ে লাইফ গার্ড সদস্যরা মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।