আব্দুস সালাম, টেকনাফ;
টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ মো. জিয়াউর রহমান (২৯) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৮ জুন) বিকেলে টেকনাফ পৌরসভার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জিয়াউর রহমান টেকনাফ পৌরসভার পল্লানপাড়ার বাসিন্দা জাফর আলীর ছেলে।
রাতেই বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ অভিযানিক দল পল্লী বিদ্যুৎ অফিসের আশপাশে অভিযান চালায়। অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে হাতেনাতে আটক করা হয়।
অধিনায়ক আরও বলেন, “আটক জিয়াউর রহমানের বিরুদ্ধে মাদক আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় মাদকসহ সব ধরনের অবৈধ কার্যক্রম দমনে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এই অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।”