নিজস্ব প্রতিবেদক

টেকপাড়া সোসাইটির মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রয়েছে। ঈদুল আজহা উপলক্ষে সংগঠনটি এবার শতাধিক পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে।

রোববার (৮ জুন) বিকেলে কক্সবাজার শহরের টেকপাড়া জামে মসজিদ মাঠে এ মাংস বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—টেকপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মমতাজুল হক, সংগঠনের উপদেষ্টা মহিউদ্দিন নুরুল আবছার, ইফতেখার উদ্দিন চৌধুরী, মফিজ কোম্পানি, নজরুল ইসলাম, অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল, তুর্কি দিয়ানেত ভাকফির কান্ট্রি ডিরেক্টর আফজালুর রহমান, এহসানুল করিম রিয়াজু, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জাহেদ উল্লাহ ও সাবেক কাউন্সিলর এহসান উল্লাহ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সাংবাদিক মোহাম্মদ হাশেম, সাংবাদিক সংসদের সভাপতি এম. এ আজিজ রাসেল, টেকপাড়া সোসাইটির সাধারণ সম্পাদক রিসাদুর রহমান রিসাদসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরবর্তীতে এলাকার শতাধিক পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়।