সিবিএন ডেস্ক
মেইতেই সম্প্রদায়ের এক নেতাকে গ্রেফতারের পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। পরিস্থিতি সামাল দিতে ইমফলসহ কেন্দ্রীয় উপত্যকার পাঁচটি জেলায় ইন্টারনেট ও মোবাইল ডেটা পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন।
শনিবার (৭ জুন) রাতে রাজধানী ইমফলসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভে ফেটে পড়েন মেইতেই জাতিগোষ্ঠীর সদস্যরা। বিক্ষোভকারীরা ইমফল শহরের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন, যার মধ্যে তিদ্দিম রোড ও উরিপোকও রয়েছে।
কোয়াকেইথেল এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
রোববার ভোরে মণিপুর রাজ্যের স্বরাষ্ট্র কমিশনার এন. অশোক কুমার একটি আদেশ জারি করে জানান, ইমফল পূর্ব ও পশ্চিম, কাকচিং, থৌবাল এবং বিষ্ণুপুর জেলায় পাঁচ দিনের জন্য ইন্টারনেট ও মোবাইল ডেটা পরিষেবা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে রাত ১১টা থেকে বিষ্ণুপুর জেলায় সম্পূর্ণ কারফিউ জারি করা হয়েছে।
প্রশাসনের আশঙ্কা, ‘কিছু অসামাজিক উপাদান’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি, ঘৃণাত্মক বক্তব্য ও ভিডিও ছড়িয়ে জনসাধারণের আবেগ উসকে দিতে পারে, যা রাজ্যের আইনশৃঙ্খলার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে মণিপুরে সহিংসতা বৃদ্ধির প্রতিবাদে এই জেলাগুলিতে সর্বশেষ ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিল।