অন্তর্বর্তী সরকারের অধীনে প্রভাবমুক্ত ও নিরপেক্ষ নির্বাচন আদৌ সম্ভব হবে কি না—এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি সতর্ক করে বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনীতিতে গভীর সংকট দেখা দিতে পারে।
রোববার (৮ জুন) সকালে চট্টগ্রামের মেহেদীবাগে নিজ বাসায় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, দেশের বেশিরভাগ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছে। এরপর রমজান, বিভিন্ন পাবলিক পরীক্ষা ও কালবৈশাখী ঝড়বৃষ্টির মতো বাস্তবতা নির্বাচন আয়োজনে বড় চ্যালেঞ্জ তৈরি করবে। এই প্রেক্ষাপটে নির্বাচন পেছানোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
তিনি আরও বলেন, ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব। কিন্তু প্রশ্ন হলো—যারা নির্বাচন বিলম্বিত করতে চায়, সেই প্রভাব থেকে সরকার আদৌ মুক্ত হয়ে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারবে কি না।