বৃহষ্পতিবার, ৫ জুন ২০২৫ কক্সবাজারের অনলাইন সংবাদ মাধ্যম সিসিএন, প্রবাল নিউজ ও রামু খবর টুয়েন্টিফোর এ ‘রামুতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা ও গাছ কাটার অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত।

সংবাদে উল্লেখিত রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামের পেয়ার মোহাম্মদের স্ত্রী রায়হান বেগমের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের দখলীয় জমিতে আমাদের দেয়া ঘেরা বেড়া ভাংচুর করে। পরবর্তীতে সংবাদ মাধ্যমে এসব ঘেরাবেড়া আমরা ভাংচুর করেছি মর্মে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমাদের মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার উদ্দেশ্যে এসব সংবাদ প্রকাশ করা হচ্ছে। এসব সংবাদ একপেশে ও চরম বিভ্রান্তিকর। কারণ এসব সংবাদে আমাদের কারও বক্তব্য প্রকাশ করা হয়নি।

মূলত আমরা (আবু তাহের ও মুসলেহ উদ্দিন) মায়ের উত্তারাধিকার সূত্রে প্রাপ্ত জমিতে শান্তিপূর্ণভাবে ভোগ দখলে আছি। আমাদের নিজেদের দেয়া ঘেরাবেড়া ভাংচুর আমরা নিজেরা ভাংচুর করার প্রশ্নই আসে না। পেয়ার মোহাম্মদের স্ত্রী রায়হান বেগম, ছেলে রফিক, জুবাইর ইসলাম ও শওকত ইসলামের নেতৃত্বে সন্ত্রাসীরা বুধবার (৪ জুন) রাত ১০ দিকে আমাদের ভোগদখলীয় জমিতে রাতের আঁধারে হামলা চালিয়ে নেটের ঘেরা ও বিভিন্ন গাছ কেটে ফেলে।

আমাদের মা শাহজাহান বেগমের উত্তরাধিকার সূত্রে ৮৫ কড়া জমি আমরা ৭০ বছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখলে আছি। এছাড়া হামলা ও ভাংচুরে নেতৃত্ব দেয়া রায়হান বেগম ও তার পরিবারের সদস্যরা পূর্ব মেরংলোয়া গ্রামে আমাদের মায়ের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ৫০ কড়া জমি জোরপূর্বক ভোগ দখল করে আসছে। আমরা বিভিন্নভাবে ওই জমি উদ্ধারের চেষ্টা করলেও তারা জমি জবরদখল করে রাখায় এবং সন্ত্রাসী কায়দায় হুমকি-ধমকি দেয়া উদ্ধার করা সম্ভব হচ্ছে না। নিজেরা ভূমি দস্যুতার সাথে লিপ্ত থেকে এখন তারা উল্টো আমাদের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও ভাংচুরের মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। যা নিয়ে এলাকায় হাস্যরস ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই আমরা উল্লেখিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এসব সংবাদে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানাচ্ছি।

প্রতিবাদকারি
আবু তাহের ও মুসলেহ উদ্দিন
উভয় পিতা: শামসুল হক
মাতবর পাড়া, চাকমারকুল, রামু।