এম. এ আজিজ রাসেল, কক্সবাজার ;

ত্যাগের মহিমা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কক্সবাজারে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এতে ইমামতি করেন কক্সবাজার মডেল মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হক। জামাতের আগে খুতবায় কোরবানির তাৎপর্য তুলে ধরা হয়।

নামাজের আগে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

প্রায় ১৫ হাজার ধর্মপ্রাণ মুসল্লি জামাতে অংশগ্রহণ করেন। নামাজ ও খুতবার পর অনুষ্ঠিত মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে অনেক মুসল্লি প্রিয়জনের কবর জিয়ারত করতে যান এবং মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যে যার সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দেন।

কক্সবাজার পৌরসভার উদ্যোগে এবার শহরের অর্ধশতাধিক নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাইয়ের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে ঈদের ১০ দিনের ছুটিকে কেন্দ্র করে কক্সবাজারে বাড়তে শুরু করেছে পর্যটকদের ভিড়। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশা করছেন, ঈদের দ্বিতীয় দিন থেকে পর্যটকদের উপস্থিতি আরও বাড়বে।

বাংলা সমাজে ‘কোরবানির ঈদ’ নামে পরিচিত ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। যুগ যুগ ধরে এই ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগ, আত্মনিয়ন্ত্রণ ও একাত্মতার অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।