প্রেস বিজ্ঞপ্তি;

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫-এর বিশেষ অভিযানে ৮০ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকাল থেকে রাজারছড়া এলাকায় র‌্যাব-১৫ এর হোয়াইক্যং ও টেকনাফ ক্যাম্পের যৌথ অভিযানে এই বিপুল পরিমাণ মাদকসহ তাদের আটক করা হয়। অভিযানে একজন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাজারছড়া এলাকায় একদল মাদক কারবারী ইয়াবার একটি বড় চালান পাচারের প্রস্তুতি নিচ্ছে। এরপরই সকাল থেকে প্রায় দশ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া তিনজনই কক্সবাজার জেলার টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাজারছড়া এলাকার বাসিন্দা। তারা হলেন নজির আহম্মদ (৪৮), জাকির হোসেন (৪৭) ও মো. হাসান আলী (৪৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।