নিজস্ব প্রতিবেদক:
প্রশাসনিক সিদ্ধান্তে মাঠ বরাদ্দের বাইরে গিয়ে কক্সবাজার সদরের চৌফলদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাগর মনি উচ্চ বিদ্যালয় এর মাঠে গরুর বাজার স্থাপন করা হয়েছে। এতে করে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হচ্ছে। পাশাপাশি ঐতিহ্যবাহী স্কুলের খেলার মাঠটিও নষ্ট হচ্ছে বলে জানিয়েছে এলাকাবাসী।
ওই স্কুলের প্রাক্তন ছাত্র পারভেজ মিয়া অভিযোগ করেন, প্রশাসনিক সিদ্ধান্ত অমান্য করে অবৈধ ক্ষমতার দাপট দেখিয়ে স্কুলের মাঠে কুরবানীর পশুর হাট বসিয়েছে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সভাপতি এহসানুল হকের ছোট ভাই দিদারুল আলম। গত ২৮ মে সদর উপজেলা সহকারী কর্মকর্তা সরজমিন গিয়ে স্কুলের মাঠে পশুরহাট না বসানোর নির্দেশ দিলেও পাত্তা দিচ্ছে না। প্রশাসনের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেমনে পশুর হাট বসায়? প্রশ্ন এলাকাবাসীর।
এলাকাবাসী জানিয়েছে, চৌফলদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাগর মনি উচ্চ বিদ্যালয় এর মাঠ স্থানীয় শিক্ষার্থীদের একমাত্র খেলার মাঠ। এখানে পশুর হাট বসানোর কারণে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।
এই খেলার মাঠটি মুসলিম, হিন্দু ধর্মালম্বীসহসহ সহস্রাতি ঘরবাড়ি পরিবেষ্টিত। মাঠ সংলগ্ন জায়গায় হিন্দুদের শ্মশানও রয়েছে। এখানে কুরবানীর পশুর হাট বসার কারণে শ্মশানের পবিত্রতা নষ্ট হচ্ছে। বাধাগ্রস্ত হচ্ছে এলাকাবাসীর স্বাভাবিক কার্যক্রম।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনের নিকট জানতে চাইলে বলেন, যাকে যেখানে অস্থায়ী হাট বরাদ্দ দেওয়া হয়েছে এর বাইরে সুযোগ নাই।
তবে অভিযুক্ত দিদারুল আলম বলেন, দীর্ঘ অনেক বছর থেকে স্কুলের মাঠে কুরবানীর পশুর হাট বসে আসছে।