আবুল কাশেম, রামু:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ (রামু) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়ার মাধ্যমে সমাজে সাংস্কৃতিক বিকাশ ঘটে, আর যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে ক্রীড়াকে উৎসাহিত করা অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, “শহীদ ওয়াসিম একজন জাতীয় বীর। জাতীয়ভাবে অবহেলিত হলেও তার অবদান এ দেশের মানুষ চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। আগস্টের আন্দোলনে শহীদ ওয়াসিমের মতো সাহসী সন্তানদের আত্মত্যাগের মাধ্যমেই স্বৈরাচার বিরোধী আন্দোলন তীব্র হয়ে ওঠে এবং একটি নতুন সূর্যোদয়ের সূচনা ঘটে।”
তিনি শহীদ ওয়াসিম স্মরণে রামু সরকারি কলেজ মাঠে টুর্নামেন্ট আয়োজন করায় জাতীয়তাবাদী ছাত্রদল নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় রামু সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত শহীদ ওয়াসিম স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রামু সরকারি কলেজের অধ্যক্ষ হাসানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈয়বুল ইসলাম, রামু উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল বশর বাবু, জেলা বিএনপির সদস্য মেরাজ আহমদ মাহিন চৌধুরী, রামু উপজেলা যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুল্লাহ, জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ ইকবাল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন রিপন, রামু সরকারি কলেজের অধ্যাপক আব্দুল হক, আ. ম. ম. জহির, শহীদুল ইসলাম কাজল এবং কলেজ ছাত্রদল নেতা মো. কায়েস, আব্দুল বাসেত মীর্জা, মোরশেদুল হক, আবছার প্রমুখ।
খেলা নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ায় ট্রাইব্রেকারে বিএমটি ২০২৪ একাদশ, বিএমটি ২৫ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন রামু সরকারি কলেজের শিক্ষক মো. জাহাঙ্গীর।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।