কক্সবাজার সংবাদদাতা ;
কক্সবাজারের দরিয়ানগর পয়েন্টে সমুদ্র সৈকতের বালিয়াড়িতে প্যারাসেইলিংয়ের নামে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। এ সময় উচ্ছেদকৃত স্থাপনাগুলোর বিভিন্ন নির্মাণসামগ্রী জব্দ করা হয়।
সোমবার (২৬ মে) বিকালে কক্সবাজার মেরিন ড্রাইভ সংলগ্ন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দরিয়ানগর এলাকায় জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফির নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি জানান, গত ২১ মে দরিয়ানগর পয়েন্টে প্যারাসেইলিংয়ের সময় ‘ফ্লাই এয়ার সী স্পোর্টস’ নামের একটি প্রতিষ্ঠানের কার্যক্রমে অংশ নিতে গিয়ে এক পর্যটক দম্পতি আহত হন। ঘটনার পরদিন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দরিয়ানগর ও হিমছড়ি সৈকতের ৫টি প্রতিষ্ঠানের প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়।
সেই সময় প্রশাসনের অনুমতি ছাড়াই ইসিএ এলাকায় নির্মিত গোলঘর, টয়লেট ও বিশ্রামাগারসহ বেশ কিছু স্থাপনাও উচ্ছেদ করা হয়েছিল।
কিন্তু সোমবার অভিযুক্ত প্রতিষ্ঠানটি নির্দেশনা অমান্য করে পুনরায় নির্মাণকাজ শুরু করে। বিষয়টি জানার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে আবারও অভিযান চালিয়ে নতুন করে গড়ে ওঠা স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
নাফিস ইনতেসার নাফি বলেন, “প্যারাসেইলিং স্পোর্টসে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সাম্প্রতিক ঘটনায় একজন দম্পতির আহত হওয়ার পর ব্যাপক সমালোচনা দেখা দেয়। প্রশাসন আপাতত এ ধরনের সব কার্যক্রম স্থগিত রেখেছে।”
তিনি আরও জানান, ভবিষ্যতে প্রশিক্ষিত ও দক্ষ জনবল ছাড়া কেউ এই স্পোর্টস পরিচালনা করতে পারবে না। একই সঙ্গে যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের লাইসেন্স নবায়নে প্রশাসন বিশেষ নজরদারি করবে।
