এম. মনছুর আলম, চকরিয়া;
কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর সড়কে সিএনজি যাত্রীদের নামিয়ে হাত-পা বেঁধে ডাকাতির ঘটনায় পুলিশের তাৎক্ষণিক অভিযানে তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। একই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে আরও ১১ পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিকেও গ্রেফতার করে পুলিশ।
রোববার (২৫ মে) চকরিয়া থানা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
থানা সূত্রে জানা যায়, কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দিন শাহীনের নির্দেশে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একাধিক টিম শনিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে। এর মধ্যে মানিকপুর সড়কে সংঘটিত ডাকাতির ঘটনায় খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে উপস্থিত হয়ে মানিকপুর পাহাড়ে অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত তিনজনই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানায় পুলিশ।
এছাড়া নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাতভর অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত একজনসহ আরও ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়, যাদের বিরুদ্ধে মাদক, চুরি, অপহরণ ও অন্যান্য ফৌজদারি মামলাও রয়েছে।
গ্রেপ্তারকৃতদের রবিবার দুপুরে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম।
