সংবাদ বিজ্ঞপ্তি;

কক্সবাজার সরকারি কলেজে ‘অ্যাকাউন্টিং ক্লাব’-এর ২৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ মে) কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান এবং হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শেখ দিদারুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আজিজুল হক এবং সদস্য সচিব হয়েছেন আব্দুর রশিদ মানিক। তাঁরা দুজনেই হিসাববিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। যুগ্ম আহ্বায়ক হয়েছেন একই শিক্ষাবর্ষের সায়েদ হৃদয়, মোহাম্মদ রাসেল, রেহনুমা ফেরদৌস খুশবু, মো. ফেরদৌস হক নওসাদ, জান্নাতুল মাওয়া মহুয়া এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. আদিল।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল মারুফ, অর্ক বড়ুয়া, নিলুফা হক কাজল, আলা উদ্দিন, রেজাউর রহমান রাব্বি, ইনতিয়াজ মাহমুদ ইমন, জিয়াউর রহমান; ২০২০-২১ শিক্ষাবর্ষের শফিকুর রহমান; ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. সাকিব, তাসনিহা নূর, আলী আশরাফ রাফি; ২০২২-২৩ শিক্ষাবর্ষের মো. আল হাফিজ আফ্রিদি ইমন ও ফারদিন আলম; এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ওয়াহেদুল ইসলাম ও নিবরাজ ইফাজ।

কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন কলেজের অধ্যক্ষ এবং পৃষ্ঠপোষক উপাধ্যক্ষ। মডারেটরের দায়িত্বে আছেন বিভাগীয় প্রধান শেখ দিদারুল আলম। কো-মডারেটর হিসেবে আছেন সহকারী অধ্যাপক নেছারুল হক, মং থোয়েন এ, প্রভাষক ইমরানুল হক ও রিহাবুল আকবর মিনার।

জানা যায়, হিসাববিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এক মতবিনিময় সভায় আলোচনার ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়।