চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জুন থেকে। পরীক্ষা চলাকালীন সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

শনিবার বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার কেবল পরীক্ষার দিন ক্লাস বন্ধ থাকবে। অন্য সব দিনে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস নেওয়া যাবে। আগে পরীক্ষার সময় পুরো সময়টাজুড়ে প্রতিষ্ঠান বন্ধ রাখা হতো।

বোর্ডের নির্দেশনায় বলা হয়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন সব ধরনের পরীক্ষার্থী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ের পরীক্ষায় অংশ নেবে।

পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা ও বিকেল ২টা থেকে শুরু হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে ট্রেজারিতে সংরক্ষিত প্রশ্নপত্র যাচাই করতে হবে। এই প্যাকেট যাচাইয়ের সময় ট্রেজারি অফিসার, কেন্দ্র সচিব এবং পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিত থাকা বাধ্যতামূলক।