সিবিএন ডেস্ক ;
কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্রের সেনা ও বিমানবাহিনী। চার দিনব্যাপী এই প্রশিক্ষণ শুরু হয় গত ১৮ মে এবং শেষ হয় আজ ২১ মে, বুধবার।
এই প্রশিক্ষণে অংশ নেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৫ জন কর্মকর্তা ও অগ্নিনির্বাপন কর্মী।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম জানান, বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে দুর্গতদের উদ্ধার কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনার লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। বুধবার সকালে সমুদ্র সৈকতের প্যারাসেলিং পয়েন্টে প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।
তিনি জানান, মার্কিন দূতাবাসের সহায়তায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা এই প্রশিক্ষণ পরিচালনা করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন প্রশিক্ষকরা। এতে পানিতে ভেসে যাওয়া বা ঘূর্ণিঝড়ে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার, জলদুর্যোগে নিরাপদে কাজ করার কৌশলসহ বিভিন্ন বিষয়ে বাস্তব প্রশিক্ষণ দেওয়া হয়।
এদিকে, প্রশিক্ষণের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কিছু নেতিবাচক মন্তব্য দেখা যায়। এ প্রসঙ্গে তানহারুল ইসলাম বলেন, “এটি শুধু একটি প্রশিক্ষণ কর্মসূচি ছিল। তেমন কিছু নয়। প্রশিক্ষণ শেষ, তারা আজই কক্সবাজার ত্যাগ করবেন।”