সিবিএন ডেস্ক ;

কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলির দরিয়ানগর পয়েন্টে প্যারাসেইলিং করতে গিয়ে ছিটকে পড়ে আহত হয়েছেন এক পর্যটক দম্পতি। মঙ্গলবার (২০ মে) দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, আহতরা দুই পা এবং কোমরে আঘাত পেয়েছেন।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি দ্য ডেইলি ক্যাম্পাস-কে বলেন, “দুপুরে দরিয়ানগর পয়েন্টে প্যারাসেইলিং করতে গিয়ে দুইজন পর্যটক ছিটকে পড়ে গুরুতর আহত হন। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। তবে এখনও তাদের পরিচয় জানা যায়নি।”

দুর্ঘটনার পর প্রশাসন প্যারাসেইলিং কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত মালামাল জব্দ করেছে। এ বিষয়ে ম্যাজিস্ট্রেট জানান, “মালিক ও কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ থাকবে।”

এক প্রত্যক্ষদর্শী বলেন, “দম্পতিকে একসঙ্গে প্যারাসেইলিংয়ে নেওয়া হয়। মাঝ আকাশ থেকে তারা হঠাৎ ছিটকে পড়ে সমুদ্রে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে। এরপর কোথায় চিকিৎসা দেওয়া হয়েছে, তা জানা যায়নি।”