নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাদশা মিয়া (৫৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। সোমবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের রূপবান পাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া লোহাগাড়া সদর ইউনিয়নের মজিদার পাড়া গ্রামের বাসিন্দা ও মৃত রজিউল্লাহর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া স্টেশন মাস্টার মো. লোকমান।

সরেজমিনে গিয়ে স্থানীয়রা জানান, সোমবার সকালে পারিবারিক কলহের জেরে প্রবাসফেরত বাদশা মিয়া বাড়ি থেকে বের হয়ে যান। সকাল থেকেই তাকে থানার পেছনের রেললাইনের ওপর হাঁটতে দেখা যায়। পরে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী “পর্যটক এক্সপ্রেস” ট্রেন আসার সময় তিনি রেললাইনের সামনে ঝাঁপ দেন। ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে মরদেহের বিভিন্ন অংশ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

নিহতের ছেলে জিসান জানান, “সকাল ৯টার দিকে জায়গা-জমির কাগজপত্র নিয়ে বাবা বাড়ি থেকে বের হন। এক বছর আগেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পরে রেললাইনে কাটা পড়ে মারা যাওয়ার খবর পেয়ে আমরা গিয়ে বাবার মরদেহ শনাক্ত করি।”

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, “রেললাইনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”