সংবাদ বিজ্ঞপ্তি

সদ্য ঘোষিত কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মনোনীত হওয়ায় সাবেক ক্রিকেটার, ক্রীড়া সংগঠক ও ফরিদ-রশীদ যুব সংসদের সভাপতি ওমর শরীফ শিবলী এবং সাবেক জাতীয় ফুটবলার, জেলা ফুটবল দলের প্রধান কোচ মাসুদ আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজার ক্রিকেট একাডেমির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক লতিফ উল্লাহ চৌধুরী, সভাপতি জিয়া উদ্দীন লাভু, সংগঠক ও আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহেদুর রহমান শামীম এবং একাডেমির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এম.এ আজিজ রাসেল।

শুভেচ্ছা বিনিময়কালে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. আলাউদ্দিন, সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, সাবেক সদস্য ও কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুল, প্রভাষক আবছার উদ্দিন, আলী রেজা তসলিম এবং সমাজসেবক নুরুল আবছার।

পরে ফরিদ-রশীদ যুব সংসদ, কক্সবাজার ক্রিকেট একাডেমি, সূর্য তরুণ ক্রীড়া চক্র ও পিসি ফ্রেন্ডসের পক্ষ থেকে নবমনোনীতদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।