আবুল কাশেম, রামু:
তৃণমূলে সুন্দর সমাজ গঠনে ক্রীড়া ও সংস্কৃতি অগ্রণী ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব লুৎফুর রহমান কাজল।
১৬ মে শুক্রবার বিকেলে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি সংসদের আয়োজনে ‘জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে মুক্ত বাজার অর্থনীতির সূচনা করেছিলেন। তার দৃঢ় ভিত্তির কারণেই আজ দেশ এখনো টিকে আছে। জাতীয় জীবনের প্রতিটি স্তরে জিয়া পরিবারের বিরল অবদান রয়েছে।”
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করে আওয়ামী লীগ কুৎসা রটিয়েছে। তৃণমূলের জনগণের সঙ্গে শহীদ জিয়ার অবিচ্ছেদ্য সম্পর্ক ছিল বলেই জাতীয়তাবাদী দলকে জনগণের হৃদয় থেকে মুছে ফেলা সম্ভব হয়নি।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ বিগত ১৬ বছর জোরপূর্বক ক্ষমতায় থেকে দেশকে মাদকের স্বর্গরাজ্যে পরিণত করেছে। এর ফলে যুব সমাজ ধ্বংসের পথে গেছে—খুন, চাঁদাবাজি, রাহাজানির মতো অপরাধ বেড়ে গেছে। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। আজকের এই ফুটবল টুর্নামেন্ট গ্রামীণ সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ দেখাবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মিথুন বড়ুয়া বোথাম।
উদ্বোধক ছিলেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জেলা জিয়া স্মৃতি সংসদের সভাপতি সরোয়ার রোমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু , যুগ্ম আহ্বায়ক ফোরকান আহমদ , জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ ইকবাল , রামু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেরাজ আহমেদ মাহিন চৌধুরী , যুবদল নেতা নুরুল আবছার , ফতেখাঁরকুল বিএনপির আহ্বায়ক আবদুল করিম সওদাগর, যুগ্ম আহ্বায়ক আজিজুল হক ও কামাল উদ্দিন (চেয়ারম্যান) ,যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন বাবু , সাবেক দপ্তর সম্পাদক আবুল কাশেম , চাকমারকুল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান , সাবেক ছাত্রনেতা আতিকুল হক , রামু উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হেফাজ উদ্দিন মেম্বার , ছাত্রনেতা আরিফুর রশিদ , যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম , টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব এইচ. এম. মাসুদ , ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার কাউসার আলম ইমু , রামু ক্রীড়া সংস্থার সদস্য ও টুর্নামেন্ট কমিটির কোষাধ্যক্ষ সাঈদ হোসেন আকাশ , বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির সদস্য জুনাইদ হোসেন সৌরভ সহ আরও অনেকে।