উখিয়া সংবাদদাতা ;
কক্সবাজার হার্ভার্ড কলেজের হোস্টেল থেকে মুনীর চৌধুরী (২১) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম রশিদ আহমদ চৌধুরীর নাতি এবং মজিবুল হক চৌধুরীর একমাত্র সন্তান।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।