নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টর অব লেটারস (ডি-লিট) ডিগ্রি প্রদান করা হয়েছে।

বুধবার (১৪ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. ইউনূস। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়াহইয়া আখতার তার হাতে সম্মাননা সনদ, স্মারক ও ক্রেস্ট তুলে দেন।

সমাবর্তনে সভাপতিত্ব করেন উপাচার্য নিজেই। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজসহ অন্তর্বর্তী সরকারের আরও চার উপদেষ্টা।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বেলা ২টায় অনুষ্ঠান শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এতে বিশ্ববিদ্যালয়ের ৪২ জন পিএইচডি, ৩৩ জন এমফিল ডিগ্রিধারীসহ মোট ২২ হাজার ৫৮৬ শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হবে।

অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা হয়েছে দেড় লাখ স্কয়ার ফিটের অত্যাধুনিক প্যান্ডেল, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি টাকা। সমগ্র সমাবর্তনের ব্যয় প্রায় ১৪ কোটি টাকা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধারণা, এ আয়োজনে প্রায় এক লাখ মানুষের সমাগম হবে। সকাল থেকেই নির্ধারিত পরিবহনে করে ক্যাম্পাসে পৌঁছান গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা। অনেকেই এসেছেন পরিবারের সদস্যদের সঙ্গে।

তবে এবার সমাবর্তন শোভাযাত্রায় অংশ নিয়েছেন কেবল বিশ্ববিদ্যালয়ের ১০০ জন শিক্ষক; গ্র্যাজুয়েটদের অংশগ্রহণ সীমিত রাখা হয়েছে। মূল মঞ্চের সামনে বসার জন্য প্রায় ২৫ হাজার মানুষের ব্যবস্থা করা হয়েছে।

সমাবর্তন ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইছে উৎসবমুখর পরিবেশ।