নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে আজ বুধবার প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য প্রদান ছাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে সম্মানসূচক ‘ডক্টর অব লেটারস’ (D.Litt.) ডিগ্রি প্রদান করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক, বিদ্যুৎ ও খনিজ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. এস. এম. এ. ফায়েজ।

এবারের সমাবর্তনে ২২ হাজার ৫৮৬ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হবে। পাশাপাশি ৪২ জন পিএইচডি ও ৩৩ জন এমফিল ডিগ্রিধারীকেও সম্মাননা জানানো হবে।

সমাবর্তনের বাজেট নির্ধারণ করা হয়েছে প্রায় ১৪ কোটি টাকা, যার মধ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণ ফি থেকে সংগৃহীত হয়েছে প্রায় ৬ কোটি টাকা। প্যান্ডেল নির্মাণ, সাজসজ্জা ও আবাসন খাতে সবচেয়ে বেশি ব্যয় ধরা হয়েছে।

সমাবর্তনে অংশগ্রহণকারীদের জন্য নির্ধারিত দুপুরের খাবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টার মধ্যে সংশ্লিষ্ট বিভাগ বা নির্ধারিত বুথ থেকে কুপনের মাধ্যমে সংগ্রহ করার নির্দেশনা রয়েছে। শিক্ষার্থীদের দুপুর ১টার মধ্যে মূল প্যান্ডেলে প্রবেশ করতে হবে এবং অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত প্যান্ডেল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে মূল অনুষ্ঠান। নিরাপত্তাজনিত কারণে ব্যাগ, ছাতা, ক্যামেরা, টেপ রেকর্ডার বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন না করার অনুরোধ জানানো হয়েছে।