নিজস্ব প্রতিবেদক

প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে সফরে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার সকাল সাড়ে ৯টায় তিনি একটি বিশেষ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এ সময় তাঁকে স্বাগত জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

চলমান নগর উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে ড. ইউনূস বলেন, “চট্টগ্রামের সমস্যা মোকাবেলায় প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকেও সম্পৃক্ত করতে হবে। জলাবদ্ধতা নিরসনসহ নগরের সার্বিক উন্নয়নে সবাইকে দলমত নির্বিশেষে একযোগে কাজ করতে হবে।”

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রামের উন্নয়নে প্রধান উপদেষ্টার সফর আমাদের অনুপ্রেরণা জোগাবে। চট্টগ্রামবাসীর পক্ষ থেকে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, জেলা প্রশাসক ফরিদা খানম এবং পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু (বিপিএম-বার)।