চট্টগ্রাম, সংবাদদাতা;
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকা থেকে আটক করেছে পুলিশ।
সোমবার (১২ মে) দুপুরে ভাটিয়ারী ইউনিয়নের অক্সিজেন রোড এলাকায় অবস্থিত একটি বন্ধ জাহাজভাঙা কারখানা থেকে তাদের আটক করা হয়।
আটক রোহিঙ্গাদের কয়েকজন জানান, ভাসানচরের পাশ থেকে চারটি ট্রলার ভাড়া করে তারা টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ফিরে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। প্রাপ্তবয়স্কদের জন্য প্রতি ট্রলারভাড়া ছিল ১২ হাজার টাকা।
তবে গন্তব্য টেকনাফ না হয়ে তাদের নামিয়ে দেওয়া হয় সীতাকুণ্ড উপকূলে।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাহ হোসেন বলেন, “স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আমরা ওই পরিত্যক্ত কারখানায় অভিযান চালিয়ে রোহিঙ্গাদের আটক করি।”
তিনি আরও জানান, তাদের ভাসানচরে ফেরত পাঠানোর জন্য নোয়াখালী সদর থানার পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
