নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম রেলস্টেশন এলাকা থেকে ইয়াবাসহ কথিত মানবাধিকার কর্মী আব্দুস সালাম মোল্লাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাঁর কাছ থেকে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
রোববার (১১ মে) ডিএনসির চট্টগ্রাম মেট্রো শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া সালাম মোল্লা নিজেকে ‘ন্যাশনাল মানবাধিকার অপরাধ দমন সাংবাদিক সংস্থা’র ঢাকার জয়েন্ট সেক্রেটারি পরিচয়ে পরিচিত করে আসছিলেন। তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার দয়াকান্দা এলাকার আব্দুল তাহের মোল্লার ছেলে।
ডিএনসির চট্টগ্রাম মেট্রো শাখার উপপরিচালক হুমায়ুন কবির খোন্দকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালাম মোল্লা স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছেন। কখনো ‘মানবাধিকার কর্মী’, আবার কখনো ‘সাংবাদিক’ সেজে তিনি এসব কর্মকাণ্ড চালাতেন।
তিনি আরও জানান, আগে প্রতি পিস ইয়াবা ৪৫ টাকায় কিনলেও বর্তমানে তা ১২০ টাকায় সংগ্রহ করতে হচ্ছে। সম্প্রতি কক্সবাজারের কলাতলী এলাকার একটি হোটেলে অবস্থান করে তিনি ইয়াবার চালান সংগ্রহ করেন এবং সেগুলো চট্টগ্রামে নিয়ে আসেন। সমুদ্রসৈকত এলাকায় লেনদেন করতেন যাতে সন্দেহ না হয়।
সালাম মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।