ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল ইউনূস সরকারের প্রশংসা করে ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমাদের সরকারের সময়ের চাইতে এবারের রমজানে তেমন লোডশেডিং হয়নি।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর চোখ ফাঁকি দিয়ে বিদ্যুৎ চোর বিপু ও কিছু আমলার সমন্বয়ে কৃত্রিম লোডশেডিং তৈরি করা হতো। নিজেদের পছন্দের পাওয়ার প্লান্ট ব্যবসায়ীদের একচেটিয়া সুযোগ দিয়ে সিন্ডিকেট করে কমিশন খেত।’
নাজমুল আরও লিখেছেন, ‘বিপু একটা চোর, ওর পরিবার চোর। গত ১০ বছরে ওদের চলাফেরা দেখে মনে হয়, বিপু রাজা আর আমরা প্রজা। বিএনপি-জামাত নেতারা ওর ব্যবসায়িক অংশীদার।’
তিনি অভিযোগ করেন, ‘এই পরিবার রাজনীতিকে রাজপথ থেকে তুলে নিয়ে গেছে কর্পোরেট ফাইভ স্টারে। ফলে আমরা ধ্বংস হয়েছি।’
নাজমুল বলেন, ‘বিপু এলাকায় জিরো। মূল রাজনীতি করেন শাহীন চেয়ারম্যান। অথচ তার মতো পুরোনো নেতার পাশে বিপুর ইয়ো ইয়ো বয়কে সাধারণ সম্পাদক বানানো হয়েছে।’
পোস্টের শেষ দিকে তিনি লেখেন, ‘নেত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন—এই আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া সবাইকে কেনা যায়। আমি সেটা শতভাগ মানি।’
তিনি বলেন, ‘নেত্রী বেঁচে থাকলে রাজনীতি করব। নেত্রী না থাকলে আর রাজনীতি করব না।’