আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুধুমাত্র পরীক্ষার্থী ও পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাই প্রবেশ করতে পারবেন।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জীত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এসএসসি ও ভোকেশনাল পরীক্ষাকে কেন্দ্র করে এই নিষেধাজ্ঞা পরীক্ষা চলাকালীন প্রতিটি পরীক্ষার দিন কার্যকর থাকবে।
আরও কিছু যোগ করতে চান?