ঈদের তৃতীয় দিনে আকাশপথে ঢাকামুখী যাত্রীদের চাপ

প্রকাশ: ২ এপ্রিল, ২০২৫ ০৮:৪৩

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


মার্কিন ও আফগান যাত্রীদের নিয়ে কাবুল থেকে আকাশে ডানা মেলছে যুক্তরাষ্ট্রের একটি সি-১৭ সামরিক বিমান।

ঈদুল ফিতরের তৃতীয় দিনে আকাশপথে ঢাকায় ফেরার যাত্রীদের চাপ বেড়েছে। বিশেষ করে পর্যটন নগরী কক্সবাজার থেকে ফিরতি ফ্লাইটগুলোতে ভিড় দেখা গেছে। যারা আগেই টিকিট কেটেছিলেন, তারাই আজ দিনভর যাতায়াত করছেন।

এবার ঈদে লম্বা ছুটি পেয়েছেন কর্মজীবীরা। আগামী সপ্তাহে অফিস খুলবে বলে অনেকেই বুধবার থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছেন। তবে কেউ কেউ ঢাকায় ফিরে আবার কক্সবাজারে বেড়াতে যাচ্ছেন।

দেশের অন্যান্য জেলা থেকে সরাসরি কক্সবাজার রুটে ফ্লাইট না থাকায় অনেকে প্রথমে ঢাকায় এসে সেখান থেকে কক্সবাজারগামী ফ্লাইট ধরছেন। ফলে ঢাকামুখী ফ্লাইটেও চাপ বেড়েছে। সৈয়দপুর ও রাজশাহী থেকে ঢাকায় ফেরার ক্ষেত্রে বেশি ভিড় লক্ষ্য করা গেছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানিয়েছেন, কক্সবাজার রুটে আজ বাড়তি ফ্লাইট না থাকলেও যাত্রীদের চাপ রয়েছে। একইভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও ঈদ পরবর্তী সময়ে কক্সবাজার রুটে কোনো অতিরিক্ত ফ্লাইট চালায়নি।