সিবিএন ডেস্ক:

কক্সবাজার সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় ২৬ মার্চ ২০২৫ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয়েছে। এটি কেবল একটি সংগঠন নয়; এটি স্মৃতি, অভিজ্ঞতা ও জ্ঞানের এক মহিমান্বিত সংযোগ।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শাহানূর আকতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আকতার চৌধুরী । আরও উপস্থিত ছিলেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের বিভাগীয় প্রধান  মইনুল হাসান পলাশ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল সম্মানিত শিক্ষকবৃন্দ।

অধ্যক্ষ আকতার চৌধুরী বলেন,  এই সংগঠন শুধুমাত্র বন্ধন দৃঢ় করবে না, বরং একটি শক্তিশালী মঞ্চ তৈরি করবে, যেখানে প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা ভাগ করে ভবিষ্যৎ পথকে আলোকিত করবেন। এটি হবে এমন একটি প্রতিষ্ঠান, যা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে, নেতৃত্বের বিকাশ ঘটাবে এবং সমাজের কল্যাণে অবদান রাখবে।

নবগঠিত আহ্বায়ক কমিটি:# আহ্বায়ক: শাহীনা আকতার# সদস্য সচিব: শাহেদুল করিম ফাহাদ# যুগ্ম আহ্বায়ক:১. সাদ্দাম হোসেন রাফি২. নাইমুল ইসলাম ইমন৩. আশরাফুল আল রাফি# সদস্য:১. আশরাফুল আজিজ ২. রাসেল কান্তি ৩. সিজান মাহমুদ।

সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য: প্রাক্তন শিক্ষার্থীরা কেবল অতীতের প্রতিনিধি নন; বরং তাঁরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিকনির্দেশক। এই সংগঠন হবে তাঁদের বুদ্ধিবৃত্তিক চর্চা, পেশাগত নেটওয়ার্কিং এবং সমাজে ইতিবাচক প্রভাব বিস্তারের এক অনন্য ক্ষেত্র। এখানে একত্রিত হবে অভিজ্ঞতা ও নবীন উদ্যম, যেখানে আলোচনা হবে রাষ্ট্রবিজ্ঞান ও সমসাময়িক বিষয়াবলির গভীর বিশ্লেষণ। গড়ে উঠবে গবেষণামূলক ও কল্যাণমুখী উদ্যোগ।