আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেছেন ধর্ষণবিরোধী মঞ্চের শিক্ষার্থীরা। বৈঠকে তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন।

বুধবার (১২ মার্চ) ধর্ষণবিরোধী মঞ্চের ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে স্মারকলিপি দিতে যান এবং আইন উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে ধর্ষণবিরোধী মঞ্চের প্রতিনিধিরা বলেন, ‘আমরা মনে করি, পাঁচটি দাবি যথাযথভাবে বাস্তবায়ন করলে ধর্ষণের ঘটনা কমে আসবে। মাগুরার ঘটনার বিচারপ্রক্রিয়া পর্যবেক্ষণে রাখা হবে।’

অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘তাদের প্রতিটি দাবি যৌক্তিক। মাগুরার জঘন্য ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। ইতোমধ্যে সব অপরাধী গ্রেপ্তার হয়েছে এবং ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।’

তিনি আরও জানান, পাঁচ দফার পাশাপাশি ধর্ষণের মামলাগুলোর দ্রুত বিচারের জন্য একটি বিশেষ আদালত গঠনের দাবিও উঠেছে।

ধর্ষণবিরোধী মঞ্চের পাঁচ দফা দাবি

১. বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও দ্রুত বিচার:
মাগুরার ধর্ষণ মামলার বিচার দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা এবং এক মাসের মধ্যে বিচার শেষ করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। বিচার চলাকালীন ভুক্তভোগীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

২. সব ধর্ষণ মামলার দ্রুত বিচার:
প্রত্যেক ধর্ষণ মামলায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে।

৩. রাষ্ট্রীয় দায়িত্বশীলদের জবাবদিহি:
নারী ও শিশুর নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং নারী ও শিশু বিষয়ক উপদেষ্টাকে জবাবদিহির আওতায় আনতে হবে।

৪. শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে সুরক্ষা ব্যবস্থা:
সব শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে ‘নারী ও শিশু নিপীড়নবিরোধী সেল’ গঠন ও কার্যকর করতে হবে।

৫. আইন সংশোধন ও স্পষ্ট সংজ্ঞায়ন:
ধর্ষণ, যৌন নিপীড়ন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং সংক্রান্ত আইন সংশোধন করে অপরাধের স্পষ্ট ও যথাযথ সংজ্ঞায়ন করতে হবে।